Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বরগুনা জেলার আমতলী উপজেলায় সুবন্ধী স্লুইচ নির্মাণ কাজ ( ইসিআরআরপি প্রকল্পের আওতায়)
বিস্তারিত

2০০৭ সালের ১৫ই নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিঁডর এর আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। অসংখ্য মানুষ হতাহত এবং ফসলসহ গবাদিপশুর মারাত্মক ক্ষতি হয়। উপকূলীয়   বরগুনা জেলার বেড়িবাঁধ ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো গুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জেলার মানুষের জীবন, ঘরবাড়ি, ফসলাদি প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা ও  খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও পানি  নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ/ মেরামত সহ নদী তীর প্রতিরক্ষা কাজ এর নিমিত্তে বাংলাদেশ সরকার বাপাউবোর  মাধ্যমে ইসিআরআরপি প্রকল্প গ্রহণ করে। বরগুনা জেলার আমতলী উপজেলায়  সুবন্ধী স্লুইচ  নির্মাণ কাজ   ( ইসিআরআরপি প্রকল্পের আওতায়)